আমরা গর্বিতভাবে জানাচ্ছি যে Innovation Language Academy-এর এক শিক্ষার্থী সফলভাবে জাপান ছাত্র ভিসা অর্জন করেছেন এবং এখন তাঁর স্বপ্নের দেশে পা রাখতে চলেছেন।এই সফলতা শুধু একজন শিক্ষার্থীর নয়, এটি আমাদের প্রতিষ্ঠানেরও একটি বড় গর্বের মুহূর্ত। আমরা ভাষা শিক্ষার মাধ্যমে যেভাবে শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগের দরজা খুলে দিচ্ছি, এটি তারই একটি প্রমাণ।শিক্ষার্থী এখন জাপানে উচ্চশিক্ষা এবং কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আমরা বিশ্বাস করি তিনি ভবিষ্যতে নিজের যোগ্যতা দিয়ে জাপানে নিজের জায়গা করে নেবেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। Innovation Language Academy – যেখানে স্বপ্নগুলো বাস্তব হয়!
জাপানের Student Visa সফলতা পেয়েছেন, পাবনা জেলার #Shawon_Ali তার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
Innovation Language Academy