জাপানি ভাষার পথচলা সহজ নয়—কাঞ্জি, গ্রামার, শ্রবণ এবং পাঠ্যাংশ সব কিছুতেই প্রয়োজন হয় ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং দৃঢ় মনোবল।

যারা JLPT (Japanese Language Proficiency Test) পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য ila-education পরিবারের পক্ষ থেকে পক্ষ থেকে রইলো আন্তরিক শুভকামনা!

 

পরিক্ষার তারিখঃ  JLPT (06-07-2025)

পরীক্ষা পরিচালনায়ঃ Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB). 28, Indira Road (1st Floor), Farmgate, Dhaka-1215, Bangladesh.

পরীক্ষার্থীদের অবশ্যই করণীয়ঃ

১. জাপান ফাউন্ডেশন ও জাপান দূতাবাস এর নির্দেশনা মোতাবেক পরীক্ষার্থীদের নিন্মলিখিত ডকুমেন্টস ব্যতীত হলে প্রবেশ করতে দেওয়া হবে নাঃ-
* এডমিট কার্ড এর কালার কপি
* মূল পাসপোর্ট বা এনআইডি কার্ড।
২. পরীক্ষার্থী নিজের আসন ব্যতীত অন্য আসনে বসে পরীক্ষা দিলে বা দেওয়ার চেষ্টা করলে Misconduct হিসেবে বিবেচিত হবে।
৩. পেন্সিল (Black medium-soft No.2 or HB), ইরেজার, শার্পনার, অবশ্যই সাথে আনতে হবে। কোন কলম এবং মেকানিক্যাল/লিড পেন্সিল সাথে আনা যাবেনা।
৪. মোবাইল ফোন বা কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস সহ হলে প্রবেশ করা যাবে না। এইরূপ ক্ষেত্রে তাহা Misconduct হিসেবে বিবেচিত হবে।
৫. কোন প্রকার ব্যাগ নিয়ে হলে প্রবেশ করা যাবে না। তবে, এডমিট কার্ড, পাসপোর্ট/এনআইডি কার্ড, পেন্সিল, ইরেজার ও শার্পনার নেওয়ার জন্য স্বচ্ছ ফাইল এবং টাকা নেওয়ার পার্স নেওয়া যাবে।
৬. N5 পরীক্ষার্থীদেরকে বেলা ১:০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং বেলা ২:০০ টার মধ্যে নির্ধারিত হলে/রুমে উপস্থিত থাকতে হবে ।
৭. বেলা ২:৩০ টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

৮.  N1 থেকে N4 সকাল ০৯.০০ থেকে শুরু হবে।

৯. OMR শীট এর প্রতি পাতায় রেজিষ্ট্রেশন নং, নাম ও জন্ম তারিখ নির্ভুলভাবে পেন্সিল দিয়ে লিখতে হবে এবং সঠিকভাবে পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করতে হবে।
১০. পরীক্ষার OMR Sheet এ দেয়া স্বাক্ষর এবং এডমিট কার্ড এর স্বাক্ষর এ হুবহু মিল থাকতে হবে।
১১. পরীক্ষার হলে কেউ অসদুপায় অবলম্বন করলে বা দেখাদেখি করলে পরিদর্শক পরীক্ষার্থীকে সাথে সাথে হল থেকে বহিষ্কার করতে পারবে এবং তাহা Misconduct হিসেবে বিবেচিত হবে।

পরিক্ষার কেন্দ্রঃ

পরীক্ষার কেন্দ্রঃ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)
৪০৮/১ (পুরাতন, ক ৬৬/১), কুড়াতলী, কুড়িল, খিলক্ষেত, ঢাকা ১২২৯, বাংলাদেশ