জাপান পড়াশোনা এবং উচ্চমানের চাকরির জন্য একটি অফুরন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। কেবলমাত্র জাপানি ভাষা আয়ত্ত করলেই আপনি পেয়ে যেতে পারেন স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মতো জীবন বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ। জাপানে শিক্ষা, ব্যবসা, গণমাধ্যম ও সরকারি সকল কাজই জাপানি ভাষায় পরিচালিত হয়। আমরা যেভাবে IELTS, TOEFL-এর জন্য প্রস্তুতি নিই, তার চেয়ে অনেক কম সময়ে এবং সহজ উপায়ে আপনি ILA-তে জাপানি ভাষা শিখে JLPT N5 ও N4 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আমাদের কোর্সের মেয়াদ ৪ মাস, তবে পরীক্ষার আগ পর্যন্ত আমরা পূর্ণ সহযোগিতা দিয়ে থাকি। ক্লাস নেওয়া হয় সপ্তাহে তিন দিন – শনিবার, সোমবার ও বুধবার অথবা রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। রয়েছে নিজস্ব ডরমিটরি সুবিধা, স্বল্প খরচে সর্বোচ্চ মানের শিক্ষা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং সেবা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়াও বর্তমানে বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের জন্য EPS-TOPIK পরীক্ষার মাধ্যমে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী নিচ্ছে। কোরিয়াতে উচ্চ আয়, আধুনিক জীবনযাত্রা এবং স্থায়ী কর্মজীবনের সম্ভাবনা রয়েছে। ILA-তে কোরিয়ান ভাষার ক্লাস পরিচালনা করেন দক্ষ কোরিয়ান শিক্ষক, যা শুদ্ধ ও বাস্তব কথোপকথনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বিশাল একটি সুবিধা। আমাদের কোরিয়ান কোর্সের মেয়াদ ৪-৬ মাস, EPS-TOPIK পরীক্ষার প্রস্তুতি, মডেল টেস্ট, রেজিস্ট্রেশন ও কাগজপত্র প্রসেসিং সহ সকল বিষয়ে পূর্ণ সহায়তা করা হয়। ক্লাস পরিচালিত হয় সপ্তাহে তিন দিন, একই নিয়মে। কোরিয়ান ভাষা শেখার মাধ্যমে বৈধ চাকরি ও জব ভিসার প্রক্রিয়ায় দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এটি হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত।

অনেক ছাত্র-ছাত্রী সঠিক গাইডলাইন না পাওয়ায় ভুল জায়গায় কাগজপত্র জমা দিয়ে হয়রানির শিকার হন। তাই Innovation Language Academy (ILA) সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োজনীয় সকল ডকুমেন্টেশন ও পরামর্শ প্রদান করে থাকে। আমরা শুধু ভাষা শেখাই না, বরং একজন অভিভাবকের মতো ছাত্রদের স্বপ্ন বাস্তবায়নের পুরো পথে পাশে থাকি। ইনশাআল্লাহ্‌।

কোর্স শুরুঃ ILA-Education তে ১ আগস্ট থেকে নতুন নতুন ব্যাচ শুরু হয়। আপনি উক্ত যেকোন ব্যাচে আমন্ত্রিত।
ক্লাসের সময়ঃ শনিবার, সোমবার ও বুধবার অথবা রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
⛩ কোর্সের মেয়াদঃ জাপানিজ (N5/N4 এবং কোরিয়ান Topik 1/2 (০4 মাস) পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন)
কেন আমরা সেরাঃ

যোগাযোগের ঠিকানা: Innovation Language Academy (ILA), House#14, Road# Avenue 06, Block#H, Sector-17, Uttara, Dhaka (Opposite of World University, Metro Rail Station – Uttara South)
ইমেইল: info@ila-education.com | মোবাইল: 0175813562, 01727105294