জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা ও ভালো চাকরির স্বপ্ন পূরণে প্রথম পদক্ষেপ হতে পারে ভাষা শিক্ষা। জাপান পড়াশোনা এবং উচ্চমানের চাকরির জন্য একটি অফুরন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। কেবলমাত্র জাপানি ভাষা আয়ত্ত করলেই আপনি পেয়ে যেতে পারেন স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মতো জীবন বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ। জাপানে শিক্ষা, ব্যবসা, গণমাধ্যম ও সরকারি সকল কাজই জাপানি ভাষায় পরিচালিত হয়। আমরা যেভাবে IELTS, TOEFL-এর জন্য প্রস্তুতি নিই, তার চেয়ে অনেক কম সময়ে এবং সহজ উপায়ে আপনি ILA-তে জাপানি ভাষা শিখে JLPT N5 ও N4 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আমাদের কোর্সের মেয়াদ ৪ মাস, তবে পরীক্ষার আগ পর্যন্ত আমরা পূর্ণ সহযোগিতা দিয়ে থাকি। ক্লাস নেওয়া হয় সপ্তাহে তিন দিন – শনিবার, সোমবার ও বুধবার অথবা রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। রয়েছে নিজস্ব ডরমিটরি সুবিধা, স্বল্প খরচে সর্বোচ্চ মানের শিক্ষা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং সেবা।